Saturday, August 30, 2025
Homeবিনোদনবক্স অফিসে টক্কর রজনীকান্ত-হৃতিকের, এগিয়ে কে !

বক্স অফিসে টক্কর রজনীকান্ত-হৃতিকের, এগিয়ে কে !

প্রকাশ্যে এসেছে এই ছবি দুটির ১৪ তম দিনের বক্স অফিস কালেকশন

ওয়েব ডেস্ক: দক্ষিণী সুপারস্টার(South Indian Superstar) রজনীকান্তে(Rajinikanth)র ছবি ‘কুলি'(Coolie) দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া জাগিয়েছে। গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিতে রজনীকান্তের সহশিল্পী হিসেবে দেখা গেছে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা নাগার্জুন আক্কিনেনি(Nagarjuna Akkineni) ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান(Mr. Perfectionist Amir Khan)। এছাড়াও ছবিতে আছেন কমল হাসান(Kamal Haasan) কন্যা-শ্রুতি হাসান(Shruti Haasan)।

আরও পড়ুন:বড় পর্দায় ‘সরলাক্ষ’ কতটা ‘শার্লক হোমস’ হয়ে উঠবেন!

উল্লেখ্য ওই একই দিনে বক্সঅফিসে হৃত্বিক রোশন(Hrithik Roshan) ও জুনিয়র এনটিআর(Junior NTR) এর ছবি ‘ওয়ার ২'(War2) মুক্তি পেয়েছিল। ছবি মুক্তির শুরু থেকেই ২ সুপারস্টারের(Superstar) মধ্যে বক্সঅফিসে(Boxoffice) ছিল তীব্র প্রতিযোগিতা। প্রকাশ্যে এসেছে এই ছবি দুটির ১৪ তম দিনের বক্স অফিস কালেকশন। রজনীকান্ত অভিনীত ‘কুলি’ ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ(Lokesh Kanagaraj)। জানা গেছে ছবির বাজেট ৩৫০ কোটি টাকা। যেখানে রজনীকান্ত নিজেই নিয়েছেন ২০০ কোটি টাকা পারিশ্রমিক। ভারতীয় বক্স অফিসে ১৪ দিনে কুলি আয় করেছে ৩১৩. ১৫ কোটি টাকা। বিদেশের মাটিতে আয় করেছে ১৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটি মোট আয় দাঁড়িয়েছে ৪৮৮.১৫ কোটি টাকা।
ভারতীয় বক্স অফিসে ১৪ দিনে কুলি আয় করেছে ৩১৩. ১৫ কোটি টাকা। বিদেশের মাটিতে আয় করেছে ১৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটি মোট আয় দাঁড়িয়েছে ৪৮৮.১৫ কোটি টাকা।
অন্যদিকে, ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিয়ারা আডবানী, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো অভিনেতারা। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির বাজেট ৪০০ কোটি টাকা। ‘ওয়ার ২’ প্রথম দিনে ৫২ কোটি টাকা আয় করেছিল। ভারতীয় বক্সঅফিসে এখনও পর্যন্ত ছবিটির মোট আয় ২২৯.৭৫ কোটি টাকা।

Read More

Latest News